বিশ্ব মানবতা আজ ধ্বংসের মুখে
গত কয়েকমাস থেকে ইসরায়েলী সামরিক জান্তা বাহিনী নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ধ্বংস ও হত্যা-যজ্ঞ চালাচ্ছে। যার করুণ দৃশ্য পুরো পৃথিবী প্রতিনিয়ত দেখছে। এ দৃশ্য দেখে পৃথিবী নির্বিকার।
বৃদ্ধ, নারী-পুরুষ এমন কি কোলের শিশু পর্যন্ত এই হত্যা-যজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না। আকাশ থেকে বোমা মেরে বিভিন্ন ধরনের দালান কোঠা; বসতবাড়ী এমন কি হাসপাতালও রেহাই পাচ্ছে না তাদের এই একঘেয়েমি বর্বর মিশন থেকে।
ইসরায়েলীরা বোমা থেকে আরম্ভ করে বিভিন্ন রাসায়নিক বস্তু ব্যবহার করছে যা বিশ্ব পরিবেশের জন্যও হুমকি সৃষ্টি করছে। তারা আজ একটি জাতি স্বত্ত্বাকে পৃথিবী হতে মুছে দেওয়ার খেলায় মেতে উঠছে, আর বর্তমান পৃথিবীর তথা কথিত সভ্য সমাজ শুধু চেয়ে চেয়ে দেখছে না বরং ফিলিসস্তিনি জাতিকে তাঁদের নিজ ভূমি হতে নিচিহ্ন করার হীন চক্রান্ত উসকে দিচ্ছে।
তাঁদের একমাত্র দোষ তাাঁরা মুসলিম। আর এ জন্যই এ যুদ্ধ বন্ধে কোন উদ্যোগ না নিয়ে বরং উসকে দিচ্ছে। যুদ্ধ হাজার হাজার নর-নারী ও শিশুদের অকাল প্রাণ কেড়ে নিচ্ছে।
সারা বিশ্বের ন্যায় প্রতিবেশী মুসলিম দেশগুলোও এ অসম যুদ্ধের তেমন জোরালো প্রতিবাদ করছে না। তাদের মধ্যেও চাচা আপন জান বাঁচার অবস্থা পরিলক্ষিত হচ্ছে।
তাই বলবো বিশ্ব বিবেক আজ কোথায়? কেন তাদের কন্ঠ স্তব্ধ, কাদের ইন্দনে ইন্দনে আজ ইসরায়েলী বর্বর বাহিনী ফিলিস্তিনি মুসলমানদের উপর রক্তের হোলি খেলা খেলছে?
আমরা এখনই এ যুদ্ধ বন্ধে এ পৃথিবীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। শুধু ফিলিস্তিন ণয বিশ্বের সকল যুদ্ধ বন্ধে বিশ্ব বিবেক জাগ্রত হউক।