25 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৯:০৮ | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
বিশ্বে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে কোটি কোটি শিশু বাস্তুচ্যুত
জলবায়ু জীববৈচিত্র্য পরিবেশগত সমস্যা

বিশ্বে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে কোটি কোটি শিশু বাস্তুচ্যুত

বিশ্বে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে কোটি কোটি শিশু বাস্তুচ্যুত

বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এমন সংখ্যা প্রকাশ করা হয়েছে।

ইউনিসেফের ওই প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত কয়েকজন শিশুর হৃদয়বিদারক ঘটনা বিস্তারিতভাবে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণতার কারণে বন্যা, ঝড়, খরা ও দাবানলের ঘটনা বেড়েছে। এতে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ৪৪টি দেশের ৪ কোটি ৩১ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে।



এ গবেষণা কাজে যুক্ত ছিলেন লরা হিলি। তিনি এএফপিকে বলেন, এ ধরনের ঘটনার সামান্য চিত্রই উঠে এসেছে। প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

সাধারণত জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পরিসংখ্যাগুলোতে ক্ষতিগ্রস্তদের বয়স প্রকাশ করা হয় না। আলাদা করে শিশুদের সংখ্যা গণনা করতে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের সঙ্গে কাজ করেছে ইউনিসেফ।

প্রতিবেদনে আরও বলা হয়, বাস্তুচ্যুত হওয়ার ঘটনাগুলোর ৯৫ শতাংশই ঘটে বন্যা ও ঝড়ের কারণে।

হিলি বলছেন, শিশুসহ যাদের ইতিমধ্যে নিজেদের বাসস্থান থেকে সরিয়ে নিতে হয়েছে, তাদের অবশ্যই ‘জলবায়ু পরিবর্তনের এই বিশ্বে’ বসবাস করার জন্য তৈরি করতে হবে।

চীন, ভারত ও ফিলিপাইনের মতো দেশে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত (ছয় বছরে প্রায় ২ কোটি ৩০ লাখ) হয়েছে। বিপুল জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের কারণে এসব দেশের মানুষ বেশি বাস্তুচ্যুত হয়।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত