চট্টগ্রামের সাঙ্গু নদীর অস্তিত্ব বিপন্ন, প্রভাবশালীরা গড়ে তুলেছে বহু কাঁচা, পাকা স্থাপনা
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কৃষ্টি, সংস্কৃতির সাথে জড়িয়ে আছে কিংবদন্তির নদী সাঙ্গু। যার নাম কোথাও সাঙ্গু কোথাও নাম শঙ্খ। কালের আবর্তনে সাঙ্গু নদীর অস্তিত্বই এখন বিপন্ন। দিনদিন অবৈধ দখলদাদার হাতে চলে যাচ্ছে সাঙ্গু নদীর দুপাড়।
ইতিমধ্যে নদী ঘেঁষে প্রভাবশালীরা গড়ে তুলেছে বহু কাঁচা, পাকা স্থাপনা। ফলে সংকুচিত হয়ে পড়ছে নদীর বুক। একইসাথে দখল হয়ে যাচ্ছে খাল-ঝিরিও। সাঙ্গু নদীর বড় অংশই পড়েছে পার্বত্য জেলা বান্দরবানে। সেখানে বিভিন্নস্থানে নদীর দুপাড়ে গড়ে উঠেছে অসংখ্য কাঁচা-পাকা ঘরবাড়ি। আছে অবৈধ নানা স্থাপনা।
ফলে নদীর বুক হয়ে পড়েছে সংকুচিত। এতে পরিবেশও পড়ছে হুমকির মুখে। শুধু সাঙ্গুই নয়, ধীরে ধীরে অবৈধ দখলদারদের কবলে চলে যাচ্ছে জেলার বিভিন্ন খাল, ঝিরি। বিশেষ করে মিচকিছড়া, ওয়াপদাছড়া, লাঙ্গিপাড়া, আর্মিপাড়া খাল-নালার অবস্থা বেশ করুণ।
রাজনৈতিক নেতা ও প্রভাবশালীরা দখল করে নিচ্ছে এসব খাল, নালা, ঝিরি। বেপরোয়া এসব দখল বাণিজ্য ঠেকাতে কোনো উদ্যোগ নেই প্রশাসনের। যদিও বরাবরের মতোই আশ্বাস ব্যবস্থা নেয়ার।
সাঙ্গু নদী এবং খাল-ঝিরির দখল ঠেকানো না গেলে গোটা জেলার পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি তীরবর্তী মানুষের জীবিকাও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা পরিবেশবাদীদের।