তিব্বত মালভূমিকে ‘পৃথিবীর ছাদ’ বলা হয় ৷ এছাড়া বরফের পরিমাণের কারণে এটি ‘তৃতীয় মেরু’ হিসেবেও পরিচিত ৷ আর এই মালভূমির একটি অংশ চীনের চিলিয়ান পর্বতমালার ‘লাওহুগৌ ১২ নম্বর’ হিমবাহের বরফ গলা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন৷

চিলিয়ানে রয়েছে আড়াই হাজারেরও বেশি হিমবাহ। যার মধ্যে ১২ নম্বর হিমবাহ লাওহুগৌ। পঞ্চাশের দশকে এই হিমবাহের আকার ছিলো ২০ বর্গকিলোমিটারেরও বেশি। কিন্তু বরফ গলায় এর আকার কমে গেছে প্রায় দেড় বর্গকিলোমিটার। দেখা যাচ্ছে বরফ গলার হার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে প্রায় ৫০ শতাংশ। বিজ্ঞানিরা আশঙ্কা করছে এই বরফ গলার হার ২০৫০ সাল নাগাদ সর্বোচ্চা পর্যায়ে পৌঁছাবে। সুতরাং বিজ্ঞানিরা মনে করছেন তখন হয়তো এই হিমবাহ আর দেখা যাবে না অথবা আকারে অনেক ছোট হয়ে যাবে। এই পরিস্থিতির জন্য চীনা বিজ্ঞানিরা দায়ী মনে করছেন উষ্ণায়নকে।











