22 C
ঢাকা, বাংলাদেশ
রাত ১০:০৪ | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
আন্তর্জাতিক পরিবেশ পরিবেশ দূষণ

বায়ুদূষণ: দিল্লী-কলকাতায় সারাবছর দূষণ মোকাবিলা নয় কেন?

সম্প্রতি ভারত বায়ুদূষণের কারণে দীপাবলীর আগে দিল্লী,কলকাতাসহ আরও কয়েকটি এলাকার ওপর সব ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যেহেতু দীপাবলীতে অনেক বায়ুদূষণ হয়ে থাকে তাই দেশটির আদালত এ সিদ্ধান্ত নিয়েছে।

এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র দীপাবলি, পুজোর সময়ই কেন এই নিষেধাজ্ঞা?  দিল্লী-কলকাতা সারবছরই বিভিন্ন কারণে দূষণের কবলে থাকে।  তাই সারাবছরই এ দূষণ মোকাবিলা নয় কেন? সরকারের উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার উৎসমূল থেকে দূষণ দূর করা আর সেটাই হবে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ৷

তাছাড়া দিল্লি প্রতি বছরের মতো এবারও মারাত্মক দূষণের কবলে। গত বছরের মতো এবারও হাজার হাজার একর জমির কৃষিবর্জ্য পোড়ানোর কারণে দূষণ আবারও বেড়েছে ৷ এদিকে কলকাতায় দিল্লির মতো সিএনজি ব্যবহৃত না হলেও অপরিকল্পিত নির্মাণ কাজ, রাস্তা সংস্কার, বহুতল নির্মাণ, উন্মুক্ত স্থানে রাখা সিমেন্ট-বালুসহ বিভিন্ন ধরনের জ্বালানি থেকে উৎপন্ন ধোঁয়া নিয়মিত কলকাতার বাতাসে মিশে বায়ুকে আরও দূষিত করে তুলছে ৷ যা নির্মূল করতে হলে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন।

সাধারণভাবে কলকাতার বাতাসে প্রতি ঘনমিটারে ২০০-৩০০ মাইক্রোগ্রাম পার্টিকুলেট ম্যাটার (পিএম) বা অতি সূক্ষ্ম ধূলিকণা থাকে। দীপাবলির সময় বাজি পোড়ানোর ফলে তা অনেকটা বেড়ে যায়৷ ফলে এই বিষাক্ত গ্যাস বাতাসে মিশে করোনা আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট বাড়াতে পারে বলে এবার বাজি নিষিদ্ধ করা হয়েছে৷ লকডাউনের সময় পিএম ১০০-র নীচে নেমে গেলেও আনলক পর্ব শুরু হতেই বাতাসে পিএম-এর মাত্রা প্রতি ঘনমিটারে ১৬ মাইক্রোগ্রাম পর্যন্ত বেড়ে গিয়েছে৷ যার কারণে দীপাবলিতে আরও বৃদ্ধির আশঙ্কায় জনস্বার্থ মামলা হয় আদালতে৷

দূষণ দূরীকরণ সম্পর্কে দিল্লি আইআইটি-র অধ্যাপক ও বিশেষজ্ঞ সোমনাথ বৈদ্য ডয়চে ভেলেকে বলেন, ‘‘কালীপুজোয় বাজি পোড়ানো দু-একদিনের ব্যাপার৷ এক্ষেত্রে সতর্কতা অবশ্যই জরুরি৷ কিন্তু বিভিন্ন কারণে দূষণ সারা বছরই হচ্ছে৷ তাকে নিয়ন্ত্রণ করার কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ অর্থাৎ যে কারণে দূষণ তৈরি হচ্ছে তা নির্মূল করার উদ্যোগ নেই৷ শুধু দূষণ হলে তা কমানোর কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ এই পদক্ষেপ জরুরি নয় তা বলছি না, কিন্তু বেশি জরুরি দূষণকে তার উৎস থেকে নিশ্চিহ্ন করা ৷”

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত