‘বাঘ বাড়াতে করি পণ, রক্ষা করি সুন্দরবন’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নেচার কনজারভেশন ক্লাব (ডিইউএনসিসি) গতকাল বুধবার এক ভার্চ্যুয়াল সভার আয়োজন করে। বিশ্ব বাঘ সংরক্ষণ দিবস উপলক্ষে ছিল এ আয়োজন। ডিইউএনসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকা মুর্শিদা বেগম।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে বিভিন্ন সংরক্ষণ ও নিয়ন্ত্রণমূলক কার্যক্রম তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বন্য প্রাণী গবেষক তপন কুমার দে। আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির সভাপতি অধ্যাপক গুলশানারা লতিফা, যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এম নিয়ামুল নাসের।