প্রবল তুষারপাতের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষের। প্রকৃতির বিরূপ প্রভাব জাঁকিয়ে বসেছে উপমহাদেশে। গত কয়েকদিনে হিমবাহ, বন্যা ও শীতের প্রকোপ আর তুষারপাতে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে কেড়ে নিয়েছে ১২৪ জনের প্রাণ।
বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, গত সোমবার (১৩ জানুয়ারি ২০২০) দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন তথ্য জানালেও প্রবল তুষারপাতের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
আবহাওয়ার এমন অবস্থায় এপর্যন্ত পাকিস্তানে মারা গেছে ৭৫ জন, আহত ৬৪ জন। এছাড়াও, নিখোঁজ রয়েছে আরও অনেকে। এদিকে বৈরী আবহাওয়া আফগানিস্তানে কেড়ে নিয়েছে ৩৯ জনের প্রাণ।
অন্যদিকে দেশ ভারতেও জাঁকিয়ে বসেছে প্রচন্ড শীত। হিমবাহে দেশটির উত্তরাঞ্চলীয় এলাকা কাশ্মীরে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। ভারতীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন তাদের মধ্যে ৫ জন ভারত-পাকিস্তান সীমান্তে দায়িত্বরত সেনা সদস্য ।
বিশেষ বিষয় হচ্ছে সামনের কয়েকদিনের পূর্বাভাস জানান দিচ্ছে আরও অসহনীয় আবহাওয়ার ।