হবিগঞ্জের বনাঞ্চলগুলোতে মুক্ত ১৫০ এর অধিক নানা ধরনের প্রাণী
হবিগঞ্জ: গত ১ বছরে হবিগঞ্জ জেলার বনাঞ্চলগুলোতে মুক্তি পেল অসংখ্য বিপন্ন ও অসহায় প্রাণী। এর মাঝে শুধু চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যোনেই অবমুক্ত করা হয়েছে প্রায় ১৫০টি প্রাণীকে।
হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর গেল ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে ১০০ টি প্রাণী অবমুক্ত করে। এর মধ্যে আছে ১৪টি মেছো বাঘ, ৫৮টি বক, ৬টি চিল, ৫টি লক্ষ্মী পেঁচা, ৩টি ডাহুক, ১টি ঈগলসহ ৪টি পাখি, ২টি গোখরা সাপ, ১টি শকুন, ৩টি তক্ষক, ৩টি বানর ও ১টি গুঁইসাপ।
অন্যদিকে, সাতছড়ি উদ্যানে গত ১১ই সেপ্টেম্বর শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জন্ম নেওয়া অজগর সাপের ৩০টি বাচ্চা ও একই সঙ্গে সুস্থ হওয়া ১৪টি বিভিন্ন জাতের প্রাণী অবমুক্ত করেছে। এসবের মধ্যে আছে একটি বড় অজগর, চারটি বন বিড়াল, দু’টি লজ্জাবতী বানর, একটি মেছো বাঘ,তিনটি বাদামী বানর, দু’টি সবুজ বুড়াল সাপ ও একটি তক্ষক। বিভিন্ন স্থানে বিপদগ্রস্ত হওয়া প্রাণীগুলো উদ্ধার করে এনে চিকিৎসার পর তারা অবমুক্ত করে।
হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, পথ ভুলে অথবা বিভিন্ন কারণে অনেক প্রাণী লোকালয়ে চলে যায়। সেজন্য তারা মানুষের আক্রমণের শিকার হয়। খবর পেয়ে এক বছরে তারা একশ’টি প্রাণী উদ্ধার ও পরে চিকিৎসা করে সুস্থ করে তুলে বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তর প্রাণী অবমুক্ত করেছে। এর তথ্য তাদের কাছে নেই।
সূত্র: এসআই