ফিলিপাইনে ঘূর্ণিঝড় গনির আঘাতে এ পর্যন্ত প্রাণ গেছে, অন্তত ১৬ জনের। নিখোঁজ রয়েছেন, আরো ৩ জন।
এশিয়ায় চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়টিতে মাটির সঙ্গে মিশে গেছে প্রায় ৩০০ বাড়িঘর। ঘন্টায় ২শ২৫ কিলোমিটার বেগে রোববার লুজন দ্বীপের কাতান-দুয়ানেস প্রদেশে আঘাত হানে ঝড়টি। উপকূলে দেখা দিয়েছে জলোচ্ছাস। ভেঙে গেছে বাধ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দি বহু মানুষ। উপকূল থেকে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ৩ লাখ ৯০ হাজার মানুষকে।