ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে টাইফুন ‘পেনফোন’র আঘাতে ২১ জন প্রাণ হারিয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮ জনে।কিন্তু দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভার দিয়ে গতকাল বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর ২০১৯ ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এর আগে মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর ২০১৯ ) ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশে প্রথম আঘাত হানে টাইফুন পেনফোন। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগে নিয়ে ঝড়ের সঙ্গে এসময় ভারী বর্ষণ ও জলোচ্ছাসও আঘাত হানে টাইফুন।
এদিকে জাতীয় দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা পরিষদ বলছে, টাইফুনের পর থেকে এখনও পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানা যাচ্ছে। কর্মকর্তারা বলছেন, তীব্র ঝড়ের কারণে গাছের নিচে চাপা পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা পানিতে ডুবেও কয়েকজনের মৃত্যু হয়েছে। চলতি বছর (২০১৯ সালে) ফিলিপাইনে এ নিয়ে সাতবার টাইফুন আঘাত হেনেছে।