শহুরে ব্যস্ততা আর কংক্রিটময় জীবনে দেশের বিভিন্ন মনোমুগ্ধকর স্থানগুলো ভ্রমণের সুযোগ খুব কমই হয়ে থাকে। ছুটি পেলেই মানুষ বেরিয়ে পড়ে ঘুরতে। ঋতু বৈচিত্রের দেশে বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। প্রতি বছর এদেশে ট্যুরিস্টদের ভিড় বেড়েই চলেছে। শীত আসতে না আসতে যেমন আসতে শুরু করে অতিথি পাখি তেমনি অবকাশ যাপন আর আনন্দ করার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসে অসংখ্য ভ্রমণ প্রেমীরা।
পর্যটনে পাঁচ ধাপ এগিয়ে এসেছে আমাদের বাংলাদেশ।বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৯ সালের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ রিপোর্টে ভ্রমণ ও পর্যটনে সেরা দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে সম্প্রতি। এতে পাঁচ ধাপ এগিয়ে ১২০ নম্বরে আছে বাংলাদেশ।বিমান পরিবহন অবকাঠামো, নিরাপত্তা, সংস্কৃতি, বাসস্থান, টাকার মান ও স্থিতিশীল ভ্রমণের সুযোগসহ ৯০টি মানদণ্ড বিবেচনা করে ১৪০ দেশের র্যাংকিং করা হয়েছে। এবারই প্রথম এই র্যাংকিংয়ে এত বড় সাফল্য পেলো দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ।
আঞ্চলিক বিশ্লেষণে এশিয়া-প্যাসিফিকে নিরাপত্তা ও সুরক্ষায় সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধির ফলে ভ্রমণের জন্য বাংলাদেশ বেশ সুবিধাজনক।প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সুবাদে বাংলাদেশে বিদেশি পর্যটকদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। এতে এখানকার পর্যটন শিল্পে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে বলে জানানো হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে। র্যাংকিংয়ে শীর্ষে আছে ইউরোপের দেশ স্পেন। দুই থেকে দশে স্থান পেয়েছে যথাক্রমে ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা ও সুইজারল্যান্ড।তালিকায় সার্ক ভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ৩৪, শ্রীলঙ্কা ৭৭, নেপাল ১০২ নম্বরে। বাংলাদেশের নিচে আছে পাকিস্তান ১২১।