পাখিকে খাঁচায় বন্দি না রেখে ছেড়ে দিন
পাখির মুক্ত বিচরণের দাবিতে নিজেকে প্রতীকী খাঁচায় বন্দি করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন সাইফুল্লাহ নবীন নামের এক ব্যক্তি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ব্যতিক্রমী প্রতিবাদ করতে দেখা যায় তাকে।
সাইফুল্লাহ নবীন পেশায় একজন চিত্রশিল্পী ও লেখক। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে। ব্যক্তিগত কাজে গ্রাম থেকে ঢাকা এসেছেন তিন-চার দিন আগে।
পশু-পাখির প্রতি প্রেম, সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা সৃষ্টির করতে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী খাঁচা বানিয়ে নিজেকে এর ভিতর বন্দি করে প্রতিবাদ করতে বসেন তিনি।
নবীন বলেন, ‘সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতা থেকে আমি প্রায়ই বিভিন্ন অসঙ্গতি ও বিষয় (বাল্যবিয়ে, নদী ভাঙন, ডেঙ্গু, করোনা প্রভৃতি) নিয়ে প্রতিবাদ এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ড করে থাকি।’
নিজেকে খাঁচায় বন্দি করে প্রতিবাদ জানানোর বিষয়ে তার ভাষ্য, ‘পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে বা পায়ে শিকল বেঁধে রাখলে তার খুব কষ্ট হয়। আমি যেমন এখন খাঁচায় বসে আছি, আমারও কষ্ট হচ্ছে, আপনারও হবে।
কতক্ষণ খাঁচায় বসে থাকা যায়? এটি পাখির প্রতি অবিচার ও অমানবিক ব্যাপার। তাই আমি প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘আপনি যদি পাখি পুষতেই চান, তাহলে পাখিকে ছেড়ে দিন। পাখি যদি পোষার মতো হয়, তাহলে সেটি ঘরেই থাকবে, আপনার মাথায় বা কাঁধে চড়বে, আপনার সঙ্গে খেলাধুলা করবে। তাই পাখিকে খাঁচায় বন্দি না রেখে ছেড়ে দিন। এতে পাখি ভালো থাকবে। পাখির প্রতি ভালোবাসা দরকার।’