পাঁচ হাজার রাবার গাছ কেটে ফেললো সমাজদ্রোহীরা, নীরব প্রশাসন
আবারও উদয়পুর রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় রাবার গাছ সহ বহু মূল্যবান গাছ কেটে ফেলেল সমাজদ্রোহীরা।
জানা যায়, গত একমাস ধরে উদয়পুর কিল্লা থানাধীন রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় কিছু বহিরাগত সমাজদ্রোহীরা এলাকায় প্রবেশ করে বাড়ি ঘর ভাঙচুর, রাবার গাছ কেটে ফেলে দেয়, বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও নানা অসামাজিক কার্যকলাপ চালায়। কিন্তু প্রশাসন নীরব দর্শক।
এনিয়ে উদয়পুরের জনগন ক্ষোভে ফুঁসছে। এরই মধ্যে বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতে এলাকায় বহিরাগত কিছু সমাজদ্রোহী রাইয়াবাড়ি বাড়ি মুসলিম পাড়া এলাকায় প্রবেশ করে প্রায় পাঁচ হাজার রাবার গাছ সহ বিভিন্ন ধরনের ফল সবজি গাছ কেটে ফেলে।
আতঙ্কে গবাদি পশুরা চিৎকার করতে থাকলেও পুলিশ ও প্রশাসন ছিল নীরব দর্শক। সন্ধ্যা পর্যন্ত এই তান্ডব লীলা চলে।
শুক্রবার পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এত গুলো গাছ একের পর এক কেটে ফেলে দেওয়া হয়েছে বাধা দেওয়া হয়নি। রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে বলে এলাকার জনগনের অভিমত।
এই রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় বর্তমানে ১৭ টি পরিবার এখানে বসবাস করছে। কেউ কেউ পঞ্চাশ বছর ধরে এখানে বসবাস করছে বলে জানান।
এলাকাবাসীরা জানান, পাতাল কন্যা এবং স্থানীয় করন বিজয় জমাতিয়ার নেতৃত্বে একের পর এক ঘটনা ঘটে চললেও প্রশাসনের তরফে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দাবি উঠছে এই এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি উঠছে।