দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্যের মোড়কে প্রতিদিনই পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে । দ্রব্যগুলি ব্যবহারের পর বর্জ্য হিসাবে পলিথিন এবং প্লাস্টিক এর মোড়কগুলি ড্রেন, রাস্তা-ঘাট, মাঠে-ময়দানে, নদী-নালা, খালবিল এবং ফসলের মাঠে ফেলা হচ্ছে।ফলে পরিবেশ দূষিত হচ্ছে।
পলিথিন এবং প্লাস্টিক বর্জ্য মাটিতে ফেলার দরুন মাটি যেমন তার উর্বরতা হারাচ্ছে তেমন তার মৌলিকত্ব হারাচ্ছে, ড্রেন, নদী-নালা, খাল-বিলে ফেলার দরুন ড্রেনগুলি ময়লা পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী-নালা এবং খালবিলগুলি মাছ চাষে বাধাগ্রস্ত হচ্ছে।
পলিথিন ব্যাগ খুবই সহজ লভ্য হওয়ার কারণে শহর এলাকায় তরিতরকারির খোসা, মাছের অপ্রয়োজনীয় অংশ, খাবারের উচ্ছিষ্টাদি এবং বাসা-বাড়ির ময়লা আবর্জনাদি পলিথিন ব্যাগে ভরার পর সেগুলো কোন ডাস্টবিনে অথবা রাস্তার পাশে ফেলা হয়।
উল্লিখিত বর্জ্যগুলো পলিথিন ব্যাগে থাকার কারণে একটা মরাত্মক দুর্গন্ধ সৃষ্টি হয় যা আশেপাশে ছড়িয়ে পড়ে আর সেই দুর্গন্ধ পথচারীসহ আশেপাশে বিশেষ ক্ষতিকর প্রভাব বিস্তার করে।যদি সুন্দর বর্জ্য ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে উপরে উল্লেখিত পরিত্যক্ত দ্রব্যগুলি পলিথিন এবং প্লাস্টিক থেকে আলাদা করে নির্দিষ্ট জায়গায় ফেলা যায় তাহলে পরিত্যক্ত দ্রব্যগুলি থেকে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি করা সম্ভব হবে।
আমাদের করণীয়-
রেডিও, সরকারি ও বেসরকারি টিভি চ্যানেগুলিতে এবং পত্র-পত্রিকায় এই সমস্ত বর্জ্যরে ক্ষতিকর দিকগুলো সাধারণ মানুষের দৃষ্টিগোচর করার পর কঠোর আইন প্রয়োগের মাধ্যমে পলিথিন এবং প্লাস্টিক এর বর্জ্যগুলি ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা পলিথিন ও প্লাস্টিক এর বর্জ্যগুলি একত্রিত করে পুড়িয়ে ফেলতে হবে ও প্রজ্বলিত পলিথিন এবং প্লাস্টিক থেকে নির্গত ক্ষতিকর গ্যাস গাছপালার মাধ্যমে পরিশোধিত হতে পারে।
পলিথিন ব্যাগ ও প্লাস্টিক দ্রব্য সামগ্রি যেখানে উৎপাদিত হচ্ছে সেখানেও মানবদেহের জন্য বিশেষ ক্ষতিকর গ্যাস প্রতিনিয়িতই মানবদেহে ও বায়ুমন্ডলে মিশে যাচ্ছে ও সেইগুলির ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের গবেষণালব্ধ জ্ঞান প্রয়োগের মাধ্যমে উক্ত ক্ষতিকর গ্যাস নিঃসরণ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা উচিত। না হলে আমাদের বিশেষ ক্ষতি হবে।