পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন যে, ‘পরিবেশ রক্ষায় পলিথিন এবং প্লাস্টিক জাতীয় পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা উচিত।রাষ্ট্রপতি আরো বলেন পলিথিন ও প্লাস্টিক বর্জনে সামাজিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে শিক্ষার্থী ও তরুণদের এগিয়ে আসতে হবে।’
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২০) বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় রাষ্ট্রপতি বলেন, আমরা আশির দশকে বাজারে যাওয়ার সময় হাতে ব্যাগ ও বোতল নিয়ে যেতাম। কিন্তু বর্তমানে মানুষ বাজরে যায় খালি হাতে আর ফিরে আসে পলেথিন ভরা হাতে। কাজ শেষ হওয়ার পরে তা আবার যেখানে সেখানে ফেলে দেয়। যার ফলে দেশের পরিবেশ ধ্বংস হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আমাদের পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বর্জন করার বিষয়টি সাধারণ মানুষদের বোঝাতে হবে। শিক্ষার্থী ও তরুণদের এই কাজটি করতে হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্যে সুরক্ষায় ফাস্ট ফুড এবং বিভিন্ন ধরনের ড্রিংকস বর্জন করার আহবান জানান।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এই সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমেরিটাস অধ্যাপক একে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুনার রশিদ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিয়েছেন প্রায় তিন হাজার গ্র্যাজুয়েট । যার মধ্যে স্নাতকের এক হাজার ৯৬৮, স্নাতকোত্তরের ৯৫১ জন ও পিএইচডির ৯ জন অংশ নিয়েছিলো। সমাবর্তনে রাষ্ট্রপতি। মোট ৬৩ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল পরিয়ে দেন।