পরিবেশ রক্ষায় শুধু পলিথিন নয়, আমরা প্লাস্টিকও ব্যবহার করবো না: পরিবেশ মহাপরিচালক
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেছেন, ‘আমরা এক সময় প্লাস্টিকেই থাকব না। প্রথমে আমরা পলিথিনমুক্ত হতে চাই। পলিথিন শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি সারা বিশ্বের সমস্যা।’
বুধবার (১৩ নভেম্বর) মিরপুর–৬ কাঁচাবাজারে পলিথিন, পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্লিন–আপ প্রোগ্রাম ও আলোচনা সভায় এ কথা বলেন ড. আবদুল হামিদ।
তিনি বলেন, ‘বক্তব্যটা হচ্ছে, পলিথিন ব্যাগ বন্ধ করতে হবে। ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে বন্ধ করেছি। ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদন বন্ধ করা হয়েছে। এতে আপনাদেরও সহযোগিতা লাগবে।’
পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘পলিথিনের ক্ষতি সম্পর্কে জানলে এটি আপনারা ব্যবহার করতেন না। এই যে মিরপুর–১০ এলাকায় কিছুক্ষণ বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায়।
সরকার এখান থেকে পানি সরার জন্য কিন্তু বড় বড় ড্রেন তৈরি করে দিয়েছে। কিন্তু পলিথিন পানি যাওয়ার সেই রাস্তা বন্ধ করে রাখায় তা যেতে পারে না।
যেহেতু পলিথিন পচে না, তাই এটি দিয়ে ড্রেন, নদী ভরাট হয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য এই অবস্থা বন্ধ হওয়া প্রয়োজন। এতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, ‘ছোটবেলায় আমরা সবাই দেখেছি আগের দিনের মানুষেরা বাড়ি থেকে ব্যাগ নিয়ে বাজারে যেতেন। আমি নিজেও কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাই।
আসুন আমরা আগের দিনে ফিরে যাই। বাসা থেকে কাপড়ের বা পাটের ব্যাগ নিয়ে বাজার করতে আসি।’ ২০০২ সাল থেকে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলেও এটি মানা হচ্ছে না বলেও সভায় জানানো হয়।
সভায় মিরপুর–৬ কাঁচা বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘২০০৪ সালে তৎকালীন মন্ত্রী এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন। তিনি কিছু ব্যাগও আমাদের দিয়ে গিয়েছিলেন। আমরা তা ব্যবহার করা শুরুও করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা তা বাজারে পাইনি।’
তিনি আরো বলেন, ‘আমরাও পলিথিন ব্যাগের বিকল্প ব্যাগ ব্যবহার করতে চাই। আমরা যেন এ বিষয়ে হয়রানির শিকার না হই। আমরা যেন পর্যন্ত পরিমাণে পলিথিন ব্যাগের বিকল্প ব্যাগ পাই।’
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) রাজিনারা বেগম, মিরপুর–৬ কাঁচা বাজার মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে বাজার মালিক সমিতির কাছে বেশ কিছু কাপড়ের ব্যাগ উপহার দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক।