পরিবেশ রক্ষায় ভারতে দুটি বড় উদ্যোগের ঘোষণা
শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠান থেকে উদ্যোগ দুটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি বালিপাড়া ফাউন্ডেশন, কনজারভেশন ইন্টারন্যাশনাল, প্লাকডটটিভি ও স্টুডিও সিলভারব্যাকের অংশীদারত্বে অনুষ্ঠিত হয়।
উদ্যোগ দুটি হলো ‘দ্য গ্রেট পিপলস ফরেস্ট অব দ্য ইস্টার্ন হিমালয়’ ও ‘প্ল্যানেট ইন্ডিয়া’। উদ্যোক্তারা বলছেন, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’—এই ডাকে সাড়া দিয়ে উদ্যোগ দুটি নেওয়া হয়েছে।
‘দ্য গ্রেট পিপলস ফরেস্ট অব দ্য ইস্টার্ন হিমালয়’ সম্পর্কে বলা হয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত প্রচেষ্টার একটি।
এটি ভারতের আসামের পরিবেশবাদী সংগঠন বালিপাড়া ফাউন্ডেশন ও কনজারভেশন ইন্টারন্যাশনালের নেতৃত্বাধীন একটি অংশীদারত্বমূলক যুগান্তকারী উদ্যোগ।
উদ্যোগটির আওতায় বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত, নেপাল ও ভুটানকে কেন্দ্র করে পরিবেশ-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় জীবন-জীবিকাসহ পৃথিবীর জন্য বন রক্ষা ও পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করা হবে।
‘প্ল্যানেট ইন্ডিয়া’ হলো ভিজ্যুয়াল গল্প বলার প্রচারাভিযান। জলবায়ু ও প্রকৃতির সংকট নিয়ে ভারতীয় সমাধান নিয়ে তারা প্রচারাভিযানমূলক কাজ করছে।