34 C
ঢাকা, বাংলাদেশ
দুপুর ২:৪৩ | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
পরিবেশ রক্ষায় ব্লক ইট ব্যবহার করতে হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ বিজ্ঞান পরিবেশ রক্ষা

পরিবেশ রক্ষায় ব্লক ইট ব্যবহার করতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ রক্ষায় ব্লক ইট ব্যবহার করতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ বাঁচাতে ব্লক ইট ব্যবহার করতে হবে। পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর উদ্যোগে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আগামীতে সরকারি স্থাপনা নির্মাণে ব্লক ইট ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

শনিবার বিকালে নগরীর তেমুখী বাইপাস পয়েন্ট সংলগ্ন পরিবেশবান্ধব ‘চায়না-বাংলা হলো ব্লক ফ্যাক্টরি’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



শাহাব উদ্দিন বলেন, পরিবেশের মান উন্নয়ন ও বৃক্ষরোপণে সফলতা লাভ করতে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।

পরিবেশ সংরক্ষণে পাহাড়, টিলা কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ই-বর্জ্য ও চিকিৎসা বর্জ্য নিয়ন্ত্রণে বিধিমালা করা হয়েছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গৃহীত কার্যক্রম জোরদার করা হয়েছে।

পাশাপাশি তিনি এমন একটি পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়ার জন্য ‘চায়না-বাংলা হলো ব্লক ফ্যাক্টরি’র স্বত্বাধিকারীকে ধন্যবাদ জানান।



চায়না-বাংলা হলো ব্লক ফ্যাক্টরি’র স্বত্বাধিকারী সুন্দর আলীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আশরাফ সিদ্দিকীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সহ-সভাপতি সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মো. সাহানুর, যুবলীগ নেতা আলমগীর, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার ইবনে রহমান, ইউসুফ মিয়া, সুমন, সিলেট মহানগর যুবলীগ নেতা উসমান আলী।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত