পরিবেশ রক্ষায় তামাক চাষ বর্জন করতে হবে
খাগড়াছড়ির মানিকছড়িতে তামাক চাষিদের বিকল্প জীবিকায়ন সৃষ্টির লক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেছেন, হালদা নদী দেশের অমূল্য সম্পদ। হালদার উজান মানিকছড়ি অংশে নদীর দুই পাড়ে অবাধে তামাক চাষের ফলে প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীর পানি।
ফলে হালদার মূল অংশে মা মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। এই ক্ষতি থেকে হালদা নদীকে বাঁচাতে তামাক চাষের বিকল্প চাষাবাদে এগিয়ে আসতে হবে চাষিদের।
সোমবার খাগড়াছড়ির মানিকছড়িতে হালদা পাড়ে তামাক চাষিদের সঙ্গে ‘বিকল্প জীবিকায়ন’ সৃষ্টির লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার বাটনাতলী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকারের সঞ্চালনায় সভায় হালদা নদীর গুরুত্ব ও তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্পের পরিচালক মো. মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, আইডিএফের সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।