পরিবেশ রক্ষায় চট্টগ্রামে ২ হাজার কেজি পলিথিন জব্দ
চট্টগ্রামে দুই হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার নগরীর চাক্তাই এলাকার ওসমানিয়া গলিতে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ এসব পলিথিন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন, পরিদর্শক মনির হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।