পরিবেশ রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিলো এয়ার নিউজিল্যান্ড
২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিল এয়ার নিউজিল্যান্ড । জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন থেকে সরে আসার পেছনে অত্যাধুনিক বিমানের সংকট এবং টেকসই জেট ফুয়েল সরবরাহকে দায়ী করা হয়েছে।
এর মধ্য দিয়ে এয়ার নিউজল্যান্ডই জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন থেকে সরে যাওয়ার তালিকায় প্রথম নাম লেখাল। বিমানের এই সংস্থাটি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ নির্দিষ্ট মাত্রায় কমানো সম্ভব হবে না তবে ২০৫০ সালের মধ্যে তারা কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসবে।
এভিয়েশন শিল্প বিশ্বব্যাপী ২ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এজন্য তারা পুরাতন বিমান বাদ দিয়ে নতুন বিমান সংযোজন এবং নবায়নযোগ্য উৎস থেকে জ্বালানি ব্যবহারের কথা বলেছে।
এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী জর্জ ফরগান এক বিবৃতিতে বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি সংগ্রহের পরিকল্পনা বিলম্বিত হওয়ায় আমাদের লক্ষ্য অর্জন ঝুঁকির মধ্যে পড়েছে।
২০২২ সালে এয়ার নিউজিল্যান্ড জানায়, তারা ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ২৯ শতাংশ কমিয়ে আনবে। যেখানে এভিয়েশন শিল্প বলছে এ সময়ের মধ্যে ৫ শতাংশ কার্বণ নিঃসরণ করা সম্ভব। সেখানে এয়ার নিউজিল্যান্ডের প্রত্যাশ ছিল অসম্ভবী।
আন্তর্জাতিক এয়ারলাইন্স সংস্থা আইএআই জানিয়েছে, এভিয়েশন সংস্থার ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ছিল। সুতরাং এ লক্ষ্যমাত্রা থেকে কোনো বিমান সংস্থা পিছপা হচ্ছে না।