পরিবেশ অধিদপ্তরের নির্দেশে বন্ধ করা হলো গুলশান লেক ভরাটের কাজ
গুলশান-মহাখালী সংযোগ সড়কের কালভার্টের কাছে গুলশান লেকের একটি অংশ ভরাটের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার সেখানে পরিদর্শনে গিয়ে ভরাটের উদ্যোগের প্রমাণ পাওয়ায় পরিবেশ অধিদপ্তর পরবর্তী নির্দেশ না দেওয়া তা বন্ধ রাখতে নোটিস দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে গুলশান-মহাখালী সংযোগ সড়কের অবস্থিত ব্র্যাক সেন্টার ইনের ভবনের পাশে গুলশান লেকের ওই অংশ টিনের বেড়া দিয়ে ঘিরে রাখতে দেখা যায়।
দিন দুয়েক আগে জলাশয়ের একটি অংশ নেট দিয়ে ঘিরে ফেলা হয়। সেখানে টিনের একটি ঘরও তৈরি করতে দেখা যায়। একটি সাইনবোর্ডে আইনগত বিজ্ঞপ্তি দিয়ে সেখানে জমির পরিমাণ ১০ কাঠা বলে তুলে ধরা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে।
তারা হোল্ডিং নং-৪/এ, এ কে খন্দকার বীর উত্তম সড়ক, ওয়ার্ড-১৯, থানা: গুলশান, মৌজা: গুলশান আ/এ, ঢাকা ঠিকানায় সরেজমিনে তদন্ত চালায়। সেখানে লেকের কিছু অংশ ভরাটের চিত্র পাওয়া যায়।
এরপর লেক ভরাটের কাজ বন্ধের নির্দেশনার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইন অমান্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। গুলশান লেক একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) । এই লেক ভরাটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর বিধি-নিষেধ রয়েছে।’