22 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৪:৪৭ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর গুরুত্ব অপরিসীম
পরিবেশ রক্ষা

পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর গুরুত্ব অপরিসীম

পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর গুরুত্ব অপরিসীম

অবৈধভাবে নদী দখল করে স্থাপনা নির্মাণ, শিল্প-কারখানার দূষণ, পলি ভরাটসহ বিভিন্ন কারণে সিলেট বিভাগের ৩১টি নদী আজ সংকটাপন্ন। এর মধ্যে সিলেটের প্রধানতম দুই নদী সুরমা ও কুশিয়ারাও রয়েছে।

সম্প্রতি ‘সিলেট বিভাগীয় নদীবিষয়ক কর্মশালা’য় এ তথ্য উঠে আসে। শহরতলির খাদিমনগরের একটি রিসোর্টে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও পা‌নি অধিকার ফোরাম।

কর্মশালায় জানানো হয়, নদী রক্ষা কমিশনের সর্বশেষ ২০২৩ সালের হিসাবমতে, দেশে ১ হাজার ৮টি নদনদী রয়েছে। সিলেট বিভাগে রয়েছে ১৬৮টি। এর মধ্যে সিলেটে ৩৫, সুনামগঞ্জে ৯৭, মৌলভীবাজারে ৮ ও হবিগঞ্জে ২৮টি।

যদিও আলোচকদের দাবি, সরকারি এ তথ্যে গরমিল রয়েছে। কারণ বাংলাদেশের অনেক নদনদী এরই মধ্যে হারিয়ে গেছে। সিলেটেও এমন বেশ কয়েকটি নদী তালিকায় রয়েছে কিন্তু অস্তিত্ব নেই। এ ছাড়া বেশ কিছু নদীর তীর ১ হাজার ১৯৪ জন দখল করে রেখেছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এ বিভাগের চার জেলার মধ্যে সিলেটের সুরমা, কুশিয়ারা, ডাউকি, পিয়াইন, ধলাই, লোভা, সারি, বাসিয়া ও চেঙ্গেরখাল নদী বেশি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সুনামগঞ্জের ধোপজান, যাদুকাটা, নলজুর, বৌলাই, রক্তি, চেলা, খাশিয়ামারা, কুশিউড়া, মাহরাম, মহাসিং ও বোকা নদী অস্তিত্ব হারানোর পথে।

মৌলভীবাজারের ধলাই, মনু, জুড়ী, কণ্ঠীনালা ও গোপলা নদী এবং হবিগঞ্জ জেলার খোয়াই, সুতাং, সোনাই, বরাক, কাষ্টি ও করাঙ্গী নদীরও আজ বিপন্ন অবস্থা।

মূলত নদী দখল করে স্থাপনা নির্মাণ; অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও দূষণ; অপরিকল্পিত বাঁধ, সেতু ও স্লুইস গেট নির্মাণ; খালের সঙ্গে নদীর সংযোগ বিচ্ছিন্ন করা; নদীতে পলির অবক্ষেপণ ও পলির অব্যবস্থাপনার কারণে নদীগুলোর অবস্থা এমন সংকটাপন্ন হয়ে উঠছে।

সিলেটের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, খোয়াই, যাদুকাটা, মনুসহ বিভিন্ন নদী, খাল, পাহাড়ি ছড়া দখলে-দূষণ-ভরাটে অস্তিত্ব হরাচ্ছে। নদীর তীর জুড়ে ফেলা হচ্ছে বর্জ্য।

কোথাও কোথাও তীর দখল করে গড়ে তোলা হচ্ছে স্থাপনা। তা ছাড়া পাথর ও বালু উত্তোলনের ফলে শুরু হয়েছে নদীকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া। খোদ বিভাগীয় সিলেট নগরীর পাশে সুরমা নদীর তীরে দেয়াল নির্মাণ করে দখলে নিয়েছেন ঐতিহ্যবাহী কাজিরবাজার মাছের কতিপয় আড়তদার।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন এলাকায় সুরমা নদীর ৪৫০ মিটার জায়গা ২৩ জন দখলদারের কবলে। তারা নদীতীরবর্তী স্থানে ৭২টি স্থাপনা গড়ে তুলেছেন। অবশ্য ২০১৯ সালের নভেম্বরে তাদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া স্থান ফের দখলে নিয়ে নিচ্ছেন তারা।

এ ছাড়া কানাইঘাট বাজারে সুরমা নদীর ২৫০ মিটার দখল করে রেখেছেন স্থানীয় ছয় দখলদার। সেখানে ২৩টি অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তারা। অন্যদিকে কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় সুরমা নদীর ৩০০ মিটার দখলদারদের হাতে। একই উপজেলার গাছবাড়ি এলাকায় সুরমার ৩০০ মিটার দখল করে স্থাপনা নির্মাণ করেছেন ২৫ জন নদীখেকো।

সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদীটির ২৫০ মিটার জায়গা দখল করে অবৈধভাবে ২০টি স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয় ২০ জন নদীখেকো। এ ছাড়া এই উপজেলায় শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি ও কুশিয়ারা পাওয়ার প্লান্ট নদীটির ১০ মিটার জায়গায় তাদের স্থাপনা নির্মাণ করে দখলে রেখেছে।

গোলাপগঞ্জ উপজেলার বুধবারবাজার এলাকায় কুশিয়ারা ৩০০ মিটার তীরে ২০টি স্থাপনা নির্মাণ করে দখলে রেখেছেন স্থানীয় চন্দরপুর এলাকার ১৭ জন দখলবাজ। ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার ৯০০ মিটার তীরে ৩৫টি পাকা, আধা পাকা ও টিনশেডের ঘর নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ ছাড়া গোয়াইনঘাট উপজেলায় গোয়াইন নদের ১০০ মিটার দখল করে চারটি স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব জায়গা দখল করে স্থাপনা গড়ে তুলেছে খোদ উপজেলা পরিষদ।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, স্থানীয়ভাবে নদনদীর গুরুত্ব অপরিসীম। এ নদনদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

একপর্যায়ে জাতীয় নদী রক্ষা কমিশনও গঠন করা হয়েছে। নদনদীগুলো যাতে দখলমুক্ত থাকে, সেই ব্যাপারে এ কমিশন বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকে। নদী রক্ষায় সার্বিকভাবে আমরা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখি। এটা একটা চলমান প্রক্রিয়া।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত