পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের সাথে বৃক্ষ রোপণ করছে বসুন্ধরা শুভসংঘ
‘বৃক্ষ আমায় দিল প্রাণ, বৃক্ষ করে সর্বদান। চলো বৃক্ষকে বাঁচাতে, করি সংগ্ৰাম’ এই স্লোগানে সামনে রেখে রাস্তার ডিভাইডার ও ফুটপাতের ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করা হচ্ছে ৷
শনিবার রাজধানীর মিরপুরে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয় বসুন্ধরা শুভসংঘ। তিন দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে পাঁচ শতাধিক গাছ লাগানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন মেহেজাবিন ইসরাত জিনিয়া, ফৌজিয়া ফায়সাল, সিফাত উল্লাহ তাহসিন, ফারিয়া হাসান আনহা, আদর খান মো. জুবায়ের, নাজমুল হাসান, ইশিকা ইসমাইল অরিন, নাফিসা তাসফিয়া নোভা, আফিয়া আনজুম ঐশী, মো. ওয়ালী উল্লাহ খান ইউছু্ফজাই, সাদমান ওয়াসি ও তানজীম হোসাইনসহ অর্ধশত শিক্ষার্থী।
পরিবেশ রক্ষায় সবাইকে আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘নিজেদের প্রাণ রক্ষার্থে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে অধিক পরিমাণে গাছ রোপণ করা প্রয়োজন।
তাই বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে আরো অনেক শিক্ষার্থী অনুপ্রেরণা পেয়েছে। আসুন, সবাই মিলে গাছ লাগাই ও পরিবেশ বাঁচাই।’