পরিবেশের ক্ষতি না করে প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন করা হবে ফসল
পরিবেশগত ভারসাম্যের ক্ষতি না করে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে অধিকতর ফসল উৎপাদনের কৌশল অবলম্বনের উপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
শনিবার লেম্বুছড়ায় কৃষি মহাবিদ্যালয়ে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থায় আধুনিক ও অভিনব প্রযুক্তির ব্যবহার ও গাছের স্বাস্থ্য বিষয়ক জাতীয় পর্যায়ের এক সম্মেলনের উদ্বোধন করে রাজ্যপাল একথাগুলো বলেন।
কৃষি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনের আয়োজন করেছে কৃষি মহাবিদ্যালয়, ইন্ডিয়ান ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটি, পশ্চিমবঙ্গের একাডেমি ফর অ্যাডভান্সমেন্ট অব এগ্রিকালচারেল সায়েন্স।
ভারতের অর্থনীতি ও সমাজে কৃষি ক্ষেত্রের অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করে রাজ্যপাল নাল্লু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষি ও কৃষকদের কল্যাণে এজন্য বহুবিধ প্রকল্প হাতে নিয়েছেন ও রূপায়ণ করছেন।
রাজ্যপাল বলেন, উন্নত ও আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণ করা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও গাছে পোকা ও রোগদমনের জন্য ড্রোণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোট ইত্যাদি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার সাথে সাথে এটাও লক্ষ্য রাখতে হবে যাতে মাটির উর্বরতা শক্তি বজায় থাকে।
কৃষকদের আরও বেশি করে পর্যায়ক্রমে কৃষি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে তিনি পরামর্শ দেন। রাজ্যের কৃষকদের মশলা এবং হলুদ জাতীয় চাষাবাদে আরও উৎসাহিত করতেও পরামর্শ দেন।
তিনি নয়া উদ্ভাবিত বিভিন্ন কৃষি ও চাষ পদ্ধতির সুফল গ্রামীণ স্তরে কৃষকের কাছে পৌছে দিতে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্যও পরামর্শ দেন।
রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে আমাদের দেশকে এক উন্নত দেশ হিসাবে গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছেন তাতে কৃষি ব্যবস্থারও গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য কৃষির সঙ্গে সঙ্গে পশুপালন অনেক লাভদায়ক হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সম্মেলনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট কৃষিবীদ ও কৃষি গবেষকদের পুরস্কৃত করা হয়।