পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ নেদারল্যান্ডসে রাস্তায় বিক্ষোভকালীন আটক
গত ৬ এপ্রিল বিশ্বনন্দিত ২১ বছর বয়সী সুইডিস পরিবেশ ও জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে নেদারল্যান্ডসের পুলিশ আটক করে। নেদারল্যান্ডসের হেগ শহরের রাস্তায় এক বিক্ষোভ কর্মসূটি থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।ঐ দিন তিনি দু’বার পুলিশ কর্তৃক আটক হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়সংবাদটি পরিবেশণ করে।
বিটিশ সংবাদ মাধ্যমের ভাষ্যমতে, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি দেয়ার প্রতিবাদে শনিবার ঐদিন হেগ শহরের রাস্তায় অন্যান্য পরিবেশ কর্মীদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন গ্রেটা। এসময় পুলিশের বাঁধা উপেক্ষা করে হেগের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ কর্মষূচী পালন করা হয়।
ফলে দুই দফায় গ্রেটাকে আটক করে পুলিশ। প্রথমবার আটক করে তাঁকে পুলিশের ভ্যানে করে থানায় নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর ছাড়া পেলে আবার আন্দোলন কর্মসূচীতে যোগ দেন তিনি। কিছু সময়ের মধ্যে আবারও আটক হন এই সুইডিশ পরিবেশকর্মী।
মাত্র ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের জন্য সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেন। প্রথমে সুইডিশ ভাষায় ”School Strike for Climate” লেখা প্লে কার্ড নিয়ে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে জলবায়ু আন্দোলন শুরু করেন।
আস্তে আস্তে সুইডিস স্কুল-কলেজের ছাত্র- ছাত্রীরা তার সাথে এ আন্দোলনে যোগ দেয়। পরবর্তীতে উহাই বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু আন্দোলনের প্রতীক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।
২০১৮ সালের নভেম্বরে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্কুলে অবরোধের ডাক দেন এবং একই বছর ডিসেম্বরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের পর এই আন্দোলন আরও বেগবান হয়। ২০১৯ সালের ১৫ মার্চ ১১২টি দেশের আনুমানিক ১৪ লক্ষ শিক্ষার্থী তার ডাকে সাড়া দিয়ে জলবায়ু প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এর আগেও, বিভিন্ন সময়ে পরিবেশবাদী কার্যক্রম চালাতে গিয়ে পুলিশের হাতে নেদারল্যন্ডসহ আন্যান্য দেশে তিনি আটক হয়েছিলেন।
গ্রেটা মনে করেন, পরিবেশ দূষণের কারণে ভয়ানক বিপর্যয়ের মুখে আজ পৃথিবী। এখনই পরিবেশ দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলেগ্রহণ না করিলে অচিরে এ পৃথিবী মানবজাতির জন্য আর বাসযোগ্য থাকবে না।