নিউজিল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হোয়াইট আইল্যান্ডে হঠাৎ একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।ঐ সময়ে সেখানে শতাধিক পর্যটক উপস্থিত ছিলো।
জানা যায়, ঐ সময় অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন। এছাড়া সেখানে আটকা পড়েছেন অনেক পর্যটক। তাদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে। কাজ করছেন উদ্ধারকর্মীরাও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, স্থানীয় সময় সোমবার দুপুরে সুপ্ত আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে উঠলে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় শতাধিক পর্যটক ওই এলাকায় অবস্থান করছিলো।
নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার বিবৃতিতে জানানো হয়, হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির মাঝারি ধরনের অগ্ন্যুৎপাত হয়েছে, তা আশপাশের এলাকার জন্য বিপদজনক।
এরপর আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত শুরু হলে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম তা সরাসরি সম্প্রচার শুরু করে। এ সময় বহু পর্যটককে ওই এলাকা থেকে বের হয়ে আসতে দেখা যায়। তাদের মধ্যে কয়েকজন ‘গুরুতর’ আহত রয়েছেন। আর মুহূর্তেই ওই এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
ঐ এলাকার স্থানীয় মেয়র নিজেও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় ‘আহতের’ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে স্থানীয়দের ঘরের মধ্যে অবস্থান করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন জানিয়েছেন, প্রায় শতাধিক লোক অগ্ন্যুৎপাতের সময় ওই এলাকায় অবস্থান করছিলেন। অনেকে বের হয়ে এলেও, কিছু লোক নিখোঁজ রয়েছেন।