ধোপাজান নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন
সুনামগঞ্জে ধোপাজান নদীর পরিবেশ রক্ষা ও সুরক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা পরিবেশ রক্ষা আন্দোলন ও সুশাসনের জন্য নাগরিক সুজন
সোমবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ জেলা পরিবেশ রক্ষা আন্দোলন ও সুজনের যৌথ উদ্যোগে ধোপাজান নদীর পরিবেশ রক্ষা ও সুরক্ষার দাবিতে শহরস্থ ট্রাফিক পয়েন্ট মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷ মানববন্ধনের শেষে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। এতে প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিবেশ রক্ষা আন্দোলের সভাপতি এটিএম আবু নাসের, সহ সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সুনামগঞ্জ জেলার সুজনের উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম।
জানা যায়, ইজারাবিহীন ধোপাজান নদী থেকে স্থানীয় একটি চক্র দীর্ঘদীন ধরে অবৈধ ভাবে ড্রোজার, বোমা মেশিন দ্বারা রাতে আঁধারে নদীর পাড় কেটে বালু, পাথর উত্তোলন করে।
বালু উত্তোলনের কারণে নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে, এতে এলাকায় পরিবেশের ভারসাম্য বিনষ্ট ও জনসাধারনের সম্পদের ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অবৈধভাবে বালু, পাথর সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে।