দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ শনিবার (২৮ নভেম্বর, ২০২০) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। প্রতি বছরই পঞ্চগড়ে শীত বেশি থাকে। তবে এবার শীত আগেভাগেই এসেছে ।
গত ২০ দিনে দেখা গেছে দুএকদিন বাদে প্রতি দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ে। দিনে তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠলেও বিকেল গড়াতেই তাপমাত্রা নামতে থাকে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কুয়াশার পরিমাণ। সকালে কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে চারপাশ। আর সূর্যের দেখা পাওয়া যায় বেলা ৭টা থেকে ৮টার মধ্যে।
পঞ্চগড় পরিবেশ পরিষদের সভাপতি তৌহিদুল বারী বাবু বলেন, পঞ্চগড়ে এখন যে শীত দেখা যাচ্ছে এই শীতে এখানকার মানুষ চলাফেরা করতে অভ্যস্ত। এখনকার শীত উপভোগ করার মতো। দিনে রোদ আর রাতে অসম্ভব ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তবে শৈত্য প্রবাহ শুরু হলে এখানকার মানুষদের দুর্ভোগ বাড়ে। তাই সেই প্রস্তুতিও সবার রাখতে হবে।