মৃদু শৈত্যপ্রবাহ চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। তেঁতুলিয়ায় আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের যশোর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সন্দ্বীপ, কুমিল্লা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা অঞ্চলসহ ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, মাঘ মাসের শেষ অব্দি শীতের তীব্রতা থাকবে। তবে আকাশে মেঘ না থাকায় দিনের বেলা সূর্যের মুখ দেখা যাওয়ায় দিনের তাপমাত্রা বাড়ছে। আবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকায় রাতে শীত বেশি অনুভূত হচ্ছে।