আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল ২০২০ ) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এমনটাই।
আবহাওয়ার পূর্বাভাসে তথ্যানুযায়ী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশকিছু জায়গায় ও রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ীভাবে ঝড়ো ও দমকা হাওয়া একই সাথে বজ্রসহ বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোনে কোন স্থানে বিক্ষিপ্তিতভাবে শিলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার অফিসের সূত্র অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উপর দিয়ে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।