শুক্রবার সারাদেশে তাপপ্রবাহ বিদ্যমান থাকলেও আজ সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।সেই সাথে সকাল ১০ টায় ঢাকায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
আজ সকাল ৭ টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার আগ পর্যন্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থান করা লঘুচাপটি দুর্বল অবস্থায় রয়েছে। দেশে মৌসুমি বায়ু কম সক্রিয়।সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টার আগ পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে,সেই সাথে রোববার বৃষ্টির পরিমান কিছুটা বাড়তে পারেও বলে জনিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার ঢাকায় সূর্য উঠেছে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।