আমাদের দেশ থেকে দেশী মুরগীর মতো হারিয়ে যাচ্ছে দেশী বীজও। প্রতিনিয়ত বিভিন্ন কারণে এসব বীজ হারিয়ে যাচ্ছে। আমাদের দেশে বিভিন্ন ধরনের বিদেশী বীজ আনা হচ্ছে। উৎপাদন বৃদ্ধি হচ্ছে ঠিকই কিন্তু অপসংস্কৃতির মতো ঢুকে পড়ছে নানান জাতের বীজ। যার ফলে দিন দিন হারাতে বসেছে আমাদের দেশীয় বীজ। অন্যদিকে দেশী বীজের বিলুপ্তি ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছেন অনেকে।বর্তমানে রাসায়নিক সারের ব্যবহার থেকে বিরত থেকে জৈব সারের ব্যবহারে কৃষকের আগ্রহ বাড়ানোর জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন দেশী-বিদেশী উদ্যোগ। যারা দেশী বীজের বিলুপ্তি ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছেন সাতক্ষীরার অল্পনা রানী তাদেরই মধ্যে একজন।
দেশি বীজের বিলুপ্তি ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছেন সাতক্ষীরার অল্পনা রানী। অল্পনা রানী সাতক্ষীরার একজন মহিলা কৃষক। তিনি স্থানীয় বিভিন্ন ধরনের শাক সব্জির বীজ সংরক্ষণ করে চলেছেন।
ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করা এই নারী কৃষক এখন হাজার হাজার কৃষককে শেখাচ্ছেন কীভাবে বীজ সংরক্ষণ করতে হয়। তিনি সংগ্রহে রেখেছেন তিনশত বীজেরও বেশি বীজ। সূত্র:বিবিসি