স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকার চারপাশে নদীর পানি দূষণমুক্ত রাখতে ঢাকা ওয়াসা একটি সুয়ারেজ মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। সে আলোকে রাজধানীর চারপাশে নির্মাণ করা হবে চারটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ।
গতকাল বুধবার (১৫ জানুয়ারী ২০২০) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ তথ্য জানান।
সরকার মন্ত্রী তাজুল ইসলাম এসময় বলেন, মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বর্তমানে ‘দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নামে নির্মাণাধীন রয়েছে একটি পয়ঃশোধনাগার । যার কাজ শেষ হলে সরাসরি পয়োবর্জ্য নদীতে গিয়ে যে দূষণ হয় তা অনেকাংশে বন্ধ হবে বলে আশা করা যাচ্ছে।
সংরক্ষিত নারী আসনের লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে তাজুল এসময় জানান যে, ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা চলমান আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ওয়ার্ডভিত্তিক প্রতিদিন সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত মশার লার্ভা নিধনের জন্য লার্ভিসাইডিং ও বিকালে উড়ন্ত মশা নিধনের জন্য নিয়মিত চলছে এডাল্টিসাইড কার্যক্রম । একইসাথে প্রতি ওয়ার্ডে প্রতিদিন ১৫টি হোল্ডিংয়ে পরিদর্শনপূর্বক ধ্বংস করা হচ্ছে এডিস মশার প্রজননস্থল।