জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের বালুতে নষ্ট হচ্ছে দুই পাড়ের ফসল। ড্রেজারের পানির তোড়ে ভেঙে যাচ্ছে জমি। ক্ষতিগ্রস্তরা ফসলি জমি নিজেদের দাবি করলেও প্রশাসন বলছে, খনন করা বালু রাখা হচ্ছে খাস জমিতেই ।
ব্রহ্মপুত্র নদকে আন্তর্জাতিক নৌরুট হিসেবে ব্যবহারের লক্ষ্যে চলছে এই খনন কাজ । এসএস রহমান ও মায়ার ড্রেজিং লিমিটেড নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান, গত একমাস ধরে খনন কাজ করছে জামালপুরের দেওয়ানগঞ্জ-পিয়ারপুর অংশের জয়রামপুর এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, খননের বালি অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমিতে। এতে নষ্ট হচ্ছে শীতের সবজিসহ নানা ফসল।
এভাবে বালি ফেলার প্রতিবাদ ও জমির ফসল রক্ষার দাবিতে নানা কর্মসূচিও পালন করেছে কয়েক গ্রামের মানুষ। কিন্তু মিলছে না প্রতিকার। কৃষকের জমির ফসল কিছুটা নষ্ট হয়েছে বলে স্বীকারও করলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা। আর তদন্তের পর ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন স্থানীয় প্রশাসন।
ব্রহ্মপুত্র নদের ২২৭ কিলোমিটার খনন কাজে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৮শ’ কোটি টাকা।