জাতীয় নিরাপদ খাদ্য দিবসে মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করতে ঢাকায় বর্ণাঢ্য র্যালি
আজ ২ ফেব্রুয়ারি ২০২৪, সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর প্রাঙ্গন হতে “জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৪” উপলক্ষ্যে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি আয়োজন করা হয়। বাংলাদেশের প্রসিদ্ধ চিত্রনায়ক চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি র্যালিটি উদ্বোধন করেন।
এবারের জাতীয় নিরাপদ খাদ্য দিবসের স্লোগান ছিল “স্বাস্থ্য,পুষ্টি ও সমৃদ্ধ চাই,নিরাপদ খাদ্যের বিকল্প নাই।”
”বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের” সহযোগিতায় ৬৪ জেলার তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে “বিষমুক্ত ও নির্ভেজাল খাদ্য তৈরিতে সচেতনতার বাণী দেশব্যাপী ছড়িয়ে দিতে” এ র্যালিটির অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সচিব আব্দুন নাসের খান এর সভাপতিত্বে বর্ণাঢ্য সাইকেল র্যালিটির শুভ উদ্বোধন করেন ঢাকা ১০ আসনের মাননীয় সংসদ সদস্য রুপালি পর্দার চিত্র নায়ক ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মো: আব্দুল কাইউম সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গবেষণা কর্মকর্তা মোঃতাইফ আলী, বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক মোঃ আমিনুল ইসলাম টুববুস, ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সভাপতি মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন।
শান্তির পায়রা উড়িয়ে ও রংবেরঙের বেলুন নিয়ে তরুন প্রজন্ম সাইকেল চালিয়ে এবং অন্যরা পদবজ্রে রাজধানী বিভিন্ন প্রান্তে ঘুরে নিরাপদ খাদ্য দিবসের স্লোগান সবার মাঝে ছড়িয়ে দিয়ে রাজধানীরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এসে র্যালীটি শেষ হয়।