জলবায়ু পরিবর্তন সচেতনতায় সাতক্ষীরায় কর্মশালা
বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যন্ত অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারে সম্মিলিত উদ্যোগের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট সেন্টারে বাংলাদেশ এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্কের সদস্য ডিআরআরএ ও পপি’র আয়োজনে মালালা ফান্ড এর সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি।
ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মালালা ফান্ড এর বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ মোশারফ তানসেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শাহজাহান কবীর, সহকারী জেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর সহকারী পরিচালক (অতিঃ দাঃ) কাজী সাইফুজ্জামান পলাশ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী প্রমুখ।
বক্তরা বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিশেষত বাংলাদেশের মতো দেশে মেয়েদের শিক্ষার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে মেয়েদের শিক্ষার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রয়োজন।
বাংলাদেশে মেয়েদের জলবায়ু সহনশীল শিক্ষা প্রসারের জন্য কার্যকর কৌশল প্ৰস্তাব করা। ব্যবহারযোগ্য সম্পদ ও দক্ষতাকে একত্রিত করে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিক্ষা ব্যবস্থার পথ তৈরি করতে পারে যা মেয়েদেরকে ক্ষমতারিত করে প্রয়োজনীয় দক্ষ প্রদান করবে এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা জন্য প্রস্তুত করবে।
তাছাড়া বঙ্গোপসাগর গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের জন্য একটি বড় ক্ষেত্রে যেখানে বছরে গড়ে ১২- ১৩ টি নিম্নচাপ তৈরি হয় এবং প্রতি বছর কমপক্ষে দুয়েকটি শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানে। দেশের দক্ষিণাঞ্চলে প্রকৃতিক দুর্যোগের ফলে গ্রামবাসীদের শিক্ষাজীবন ব্যহত হয়।
সামাজিক রীতিনীতি ও বাল্যবিবাহ সাংস্কৃতিক ও সামাজিক উপকূলীয় এলাকায় মেয়েদের শিক্ষাকে সীমিত করে ফেলে। এই অঞ্চলে অর্থনৈতিক সমস্যার কারণে মেয়েরা শিক্ষা থেকে সরে আসে। তাই উপকূলের মেয়েদের শিক্ষা প্রসারে সম্মিলিত এই উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখবে বলে জানায় বক্তারা।