জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ভিশনারি লিডার্স মিট ২০২৪’।
ত্রি-ইউনাইটি এলায়েন্সের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য ছিলো তরুণ নেতৃত্ব বিকাশ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলা।
লিডার্স মিটে সিনিয়র রিপোর্টার হাবিব রহমান বলেন, গণমাধ্যমকে জলবায়ু প্রভাব মোকাবেলায় প্রতিবেদনের ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে হবে। তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে গণমাধ্যমকে আরও যুববান্ধব করার আহ্বান জানান তিনি।
ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনতে পারে উল্লেখ করে বক্তারা তরুণদের উদ্দেশে বলেন, নিজেকে সুন্দরভাবে প্রকাশ করার দক্ষতা ভবিষ্যতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, তরুণদের আজ থেকেই নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। দক্ষতা অর্জনই চ্যালেঞ্জ মোকাবিলার মূল চাবিকাঠি।
ব্রাইটার্স সোসাইটির চেয়ারপার্সন ফারিহা এস ওমি জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগই তাদের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ব্রাইটার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সাইদুর রহমান সিয়াম কিশোরগঞ্জে ‘ইয়ুথ হাব ফর ক্লাইমেট ইমপাওয়ারমেন্ট’-এর উদ্বোধন করেন। এই হাবের মাধ্যমে স্থানীয় তরুণদের জলবায়ু পরিবর্তন এডাপটেশন ও মিটিগেশন বিষয়ে দক্ষ ও সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাইমেট ফ্রন্টিয়ারের অপারেশন লিড জুবায়ের ইসলাম।
ত্রি-ইউনাইটি এলায়েন্সের প্রতিষ্ঠাতা মহিদুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, এই আয়োজন তরুণদের জলবায়ু নেতৃত্বের পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
পড়ে দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।