জলবায়ু পরিবর্তন আরো তীব্র হতে পারে: জাতিসংঘ প্রধান
জলবায়ু পরিবর্তনের ফলে জলবায়ু বিপর্যয় শুরু হয়ে গেছে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনি গুতেরেস। তিনি বলেছেন, পৃথিবীর প্রতিটি প্রান্তে চরম আবহাওয়া আঘাত করছে।
বৃহস্পতিবার বিশ্ব আবহাওয়া সংস্থার (ডাব্লিউএমও) প্রকাশিত জলবায়ুবিষয়ক প্রতিবেদনের প্রেক্ষাপটে মহাসচিব এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর উত্তর গোলার্ধে এবারের গ্রীষ্মকালটি ছিল এ পর্যন্ত সবচেয়ে উষ্ণ।
ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্যের বরাত দিয়ে ডাব্লিএমও গতকাল জানায়, রেকর্ড রাখা শুরুর পর থেকে ‘বড় ব্যবধানে’ চলতি বছরের আগস্ট ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণ মাস এবং এ বছরের জুলাই মাসের পর দ্বিতীয় উষ্ণতম মাস।
প্রাক-শিল্প যুগের তুলনায় আগস্ট মাস প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হতে পারে বলে অনুমান করা হয়েছিল। শুধু ভূপৃষ্ঠেই নয়, গত আগস্টে সমুদ্রপৃষ্ঠের বৈশ্বিক তাপমাত্রার মাসিক গড়ও ছিল সর্বোচ্চ, প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস।
এমন পরিস্থিতিতে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গ্রীষ্মের প্রচণ্ড গরম সবাইকে আক্রান্ত করছে।
সিওএসের মতে, ২০১৬ সালের পর থেকে হিসাব অনুযায়ী এ পর্যন্ত চলতি বছরটি হলো দ্বিতীয় উষ্ণতম বছর। জাতিসংঘ সতর্ক করে বলেছে, জলবায়ু পরিবর্তন আরো তীব্র ও ঘন ঘন তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি করছে। এর ফলে পরিবেশদূষণ বাড়ছে। মানবসহ বিভিন্ন জীবের স্বাস্থ্য হুমকিতে পড়ছে।
ডাব্লিউএমও তাদের এয়ার কোয়ালিটি অ্যান্ড ক্লাইমেট বুলেটিনে জানিয়েছে, চরম তাপপ্রবাহ মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।