জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় পর্যাপ্ত অর্থ দেয়া হচ্ছে না: পরিবেশ উপদেষ্টা
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যে অর্থ দেয়া হচ্ছে তা যথেষ্ট নয়। উন্নত দেশগুলো টাকার যোগান দিলে সংকট থেকে কিছুটা উত্তরণ ঘটলেও জলবায়ুর ন্যায়বিচার হবে না।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলন। সভায় আসন্ন জলবায়ু সম্মেলনে বাংলাদেশ কোন কোন বিষয় নিয়ে কথা বলবে সে বিষয়ে আলোচনা হয়।
রিজওয়ানা হাসান বলেন, কার্বন নিঃসরণ ১ দশমিক ৫ ডিগ্রীর মধ্যে রাখতে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকবে। অভিযোজন অর্থের ওপরও জোড় দেয়া হবে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলন কনফারেন্স অব পার্টিজে (কোপ) এর ক্ষতিকর প্রভাব নিয়ে ডকুমেন্টারি দেখানো হবে।
এ সময় তিনি বলেন, প্রতিটি বিপর্যয়ে নারীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পুরোটা তুলে আনা সম্ভব নয়।
এছাড়া, জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলনে এর পরিবর্তনের প্রভাব মোকাবেলার চ্যালেঞ্জগুলো অন্য দেশগুলোকে স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
এ সময় রোহিঙ্গা ইস্যুতে পরিবেশ উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্য হাসিলে। তাই তাদেরকেই এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।