জলবায়ু পরিবর্তনের কারণে ২০ কোটি মানুষ বাস্তুচ্যুত হবে: পোপ ফ্রান্সিস
২০৫০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে ২০ কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। এর ফলে কয়েক কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে আসার ঝুঁকিতে রয়েছেন।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের নতুন সতর্কতার কারণে পৃথিবী অসুস্থ। গতকাল মঙ্গলবার থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১২ দিনের সফর শুরু করেছেন পোপ ফ্রান্সিস।
এ সফর শুরুর আগে সারা বিশ্বের মানুষকে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি গ্রহের তাপমাত্রা মাপি, তবে তা আমাদের বলবে পৃথিবীর জ্বর হয়েছে এবং এটি অসুস্থ। আমাদের অবশ্যই প্রকৃতির সুরক্ষা, নিজেদের ও সবার অভ্যাস পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’
৮৭ বছর বয়সী পোপ ফ্রান্সিস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘতম সফরের শুরুতে গতকাল মঙ্গলবার বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় এসে পৌঁছেছেন।
দেশটিকে কয়েক দিন অবস্থান করে পাপুয়া নিউগিনি, ইস্ট তিমুর ও সিঙ্গাপুরে যাবেন তিনি। এসব দেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ক্রমবর্ধমান তীব্র তাপপ্রবাহ এবং ঝড়ের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে।
পোপ নির্বাচিত হওয়ার পর ১১ বছর ধরেই পৃথিবীজুড়ে পরিবেশগত সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করে আসছেন পোপ ফ্রান্সিস। এক ভিডিও বার্তায় পোপ ফ্রান্সিস জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
শুধু পরিবেশগত পদক্ষেপ নয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন দুর্যোগের পরিণতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্ররা। তাঁরা বন্যা, তাপপ্রবাহ বা খরার কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছেন।