চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াকরণে ধলেশ্বরী নদী দূষণ
কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াকরণে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হওয়ার অপেক্ষায় সাভারের চামড়াশিল্প নগরী। এরইমধ্যে বেশ কয়েকটি কারখানা কাজ শুরু করলেও সোমবার থেকে প্রায় সব ট্যানারি কাজে নামবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, চামড়াশিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধানাগার-সিইটিপি সঠিকভাবে কাজ না করায় ধলেশ্বরী নদীর দূষণ নিয়েও রয়েছে প্রশ্ন।
ঈদ শেষ, তাই কাঁচা চামড়ার কারবারও শেষ। এখন চামড়া প্রক্রিয়াকরণের ধাপ। এরইমধ্যে কাজ শুরু করেছে সাভারের চামড়াশিল্প নগরীতে বেশ কিছু ট্যানারি।
শ্রমিকরা বলছেন, এখন আর দম ফেলানোর সময় নেই। আগামী এক-দুই মাস থাকবে এ ব্যস্ততা। চামড়ায় লবণ দিয়ে ঈদের পর বেশির ভাগ শ্রমিকরা ছুটিতে গেছেন।
এদিকে, ধলেশ্বরী নদী দূষণের প্রশ্নে মধ্যেও নদী পাড় ঘেঁষে রাখা হচ্ছে পশু শিং। তবে চামড়াশিল্প নগরীর সংশ্লিষ্টরা দাবি করছেন, চামড়ার কারণে দূষণ হচ্ছে না নদী।