শেষ হতে চলেছে মাঘ মাস। চলতি মাসে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে আবহাওয়া বার্তায়। এর আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাসের প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশ থাকার সম্ভাবনা রয়েছে।সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।সেই সাথে বজ্রঝড় এবংয় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।