চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত মাসেও বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ ছিল। এছাড়া গত মাসে স্বাভাবিকের চেয়ে ৪৫ শতাংশ বেশি বৃষ্টিও হয়েছিল।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর, ২০২০) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে অনেকটা দূরে সরে গেছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের দু–একটি স্থানে বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকাগুলো শুষ্ক থাকতে পারে।এছাড়া
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে।এছাড়া এ মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিও বেশি হতে পারে।সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে, শীতও নামতে থাকবে। নদী তীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়াও শুরু করবে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান এ সম্পর্কে বলেন যে, নভেম্বর মাস এমনিতেই ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত সময়। এ ছাড়া বঙ্গোপসাগর এমনিতেই স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে আছে। ফলে এই মাসে বেশি মেঘ সৃষ্টি হবে। বৃষ্টিও বেশি হতে পারে।