26 C
ঢাকা, বাংলাদেশ
সকাল ১০:০৫ | ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
গাজীপুরের সড়ক এখন ময়লার ভাগাড়
পরিবেশ দূষণ

গাজীপুরের সড়ক এখন ময়লার ভাগাড়

গাজীপুরের সড়ক এখন ময়লার ভাগাড়

গাজীপুরে সড়ক এখন ময়লার ভাগাড়। ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠ গাজীপুরবাসী। সিটি করপোরেশন কর্তৃক নগরীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার কারণে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ অপরদিকে ময়লার পচা পানি সড়কে উপচে উৎকট গন্ধে নাকাল নগরবাসী।

সড়কের পাশ দিয়ে পথচারীরা হাঁটার সময় নিঃশ্বাস বন্ধ করে নাক চেপে হাঁটছে। সড়কের ওপর ময়লা দেখে মনে হয় ময়লার শহর গাজীপুর। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন নগরবাসী।

সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর বিভিন্ন এলাকার ময়লা গুরুত্বপূর্ণ স্থানে ফেলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ময়লা নিয়ন্ত্রণের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও নেই সুষ্ঠু ব্যবস্থাপনা। বাসা-বাড়ি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা যেখানে-সেখানে ফেলে কিংবা সড়কে ফেলে পরিবেশ দূষণ করছে।

ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ময়লা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকলেও নেই উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ। যে কারণে ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠ গাজীপুর নগরবাসী।



এর মধ্যে টঙ্গী বাজার বাসস্ট্যান্ড, টঙ্গী নতুন রাজার উড়াল সেতুর পশ্চিম পাশে, শিলমুন, হোসেন মার্কেট, নিমতলী, বরবাড়ি, মিরের বাজার, পূবাইল, বোর্ডবাজার, ছয়দানা মালেকেরবাড়ি, গাজীপুর সদর, কোনাবাড়িসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সড়কে ময়লা ফেরার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন ওয়ার্ডের ময়লা সড়কে ফেলার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়কজুড়ে ময়লা ফেলার কারণে ময়লার পচা পানি সড়কে জমে সড়ক খানাখন্দে পরিণত হচ্ছে। বর্তমানে ওই সড়কে গাড়ি নিয়ে চলাই মুশকিল।

এ বিষয়ে টঙ্গী আরিচপুর এলাকার স্থানীয় এক বাসিন্দা মো. সালাহউদ্দিন বলেন, টঙ্গী স্টেশনরোড এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে ময়লার ভাগাড়। ময়লার উৎকট গন্ধে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ, তেমনি গাড়ি চলাচলেও সমস্যা। এসব সমস্যা অতি দ্রুত সমাধান করা উচিত বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে টঙ্গী জোনের নির্বাহী ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ময়লা ফেলার গাড়ি সংকুলানের কারণে একটু সমস্যা হচ্ছে।

গত ৫ আগস্টের পর একদল দুর্বৃত্ত টঙ্গী জোনে হামলা চালিয়ে ময়লা সরবরাহের গাড়িসহ বেশ কিছু গাড়ি পুড়িয়ে ফেলে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়। সেই সঙ্গে বর্তমানে ময়লা আনা-নেওয়া করতে চরম বেগ পেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি সড়ক থেকে দ্রুত ময়লা সরিয়ে ফেলতে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত