ক্রমশ সাগরতলে জায়গা পরিবর্তন করছে বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ
বিশ্বের সবচেয়ে বড় হিমবাহের নাম ‘এ২৩এ’। অ্যান্টার্কটিকার এই হিমবাহ আয়তনে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের চেয়েও দ্বিগুণ বড়। কয়েক দশক ধরে বিশাল এই হিমবাহ সাগরতলে আটকে ছিল। এখন গবেষকেরা বলছেন, হিমবাহটি নড়তে শুরু করেছে। ক্রমে জায়গা বদলাচ্ছে এটি।
হিমবাহটি প্রায় ৪০০ মিটার বা ১ হাজার ৩১২ ফুট পুরু। এর আয়তন ৪ হাজার বর্গকিলোমিটার বা প্রায় ১ হাজার ৫৪৪ বর্গমাইল। যুক্তরাজ্যের লন্ডন শহরের আয়তন ১ হাজার ৫৭১ বর্গকিলোমিটার বা প্রায় ৬০৭ বর্গমাইল। সে হিসাবে এ২৩এ হিমবাহের আয়তন লন্ডনের দ্বিগুণের চেয়েও বেশি।
অ্যান্টার্কটিকায় বৃহদাকারের হিমবাহ ফিলচনার-রোনের অংশ ছিল এ২৩এ হিমবাহ। ১৯৮৬ সালে এটি ভেঙে পড়ে ওয়েডেল সাগরের তলদেশে তলিয়ে যায়। সেই থেকে হিমবাহটি সাগরতলে একই জায়গায় আটকে ছিল।
যুক্তরাজ্যের পক্ষ থেকে জরিপ চালানোর পর বিজ্ঞানী এলা গিলবার্ট ও অলিভার মার্শ বলেন, তিন দশকের বেশি সময় পরে এসে হিমবাহটি নড়ছে, জায়গা বদলাচ্ছে। তাঁরা জানান, সমুদ্রের স্রোতে ভেসে হিমবাহটি ক্রমে পূর্ব দিকে সরে যাচ্ছে। এখন এটির চলার গতি দৈনিক প্রায় পাঁচ কিলোমিটার বা তিন মাইল।
এ দুই বিজ্ঞানীর মতে, জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার হিমবাহে পরিবর্তন দেখা গেছে। প্রতিবছর অ্যান্টার্কটিকায় প্রচুর পরিমাণে বরফ গলে যাচ্ছে। মূলত, এ কারণে বৃহদাকারের এ২৩এ হিমবাহ সমুদ্রতলে জায়গা বদলাতে শুরু করেছে।