ক্রমশ পরিবর্তন হচ্ছে সমুদ্রের পানির রঙ
সমুদ্র বলতেই চোখের সামনে ভেসে ওঠে অবাধ নীল জলরাশি। কিন্তু সেই দৃশ্য আর থাকছে না। ক্রমশ সমুদ্রের নীল পানি সবুজ হয়ে উঠছে।
বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের পানির রঙ পরিবর্তন হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই যে, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের নিচের বাস্তুতন্ত্রেরও পরিবর্তন ঘটেছে। আর সে কারণেই পরিবর্তন হচ্ছে সমুদ্রের পানির রঙ।
বিজ্ঞানীরা আরো বলছেন, সমুদ্রের নিচে থাকা ফাইটোপ্ল্যাঙ্কটন সম্প্রদায়, আণুবীক্ষণিক সালোকসংশ্লেষণকারী জীব এবং সমুদ্র-পৃষ্ঠের কাছাকাছি পানিতে প্রচুর জলজ খাদ্য উঠে আসায় পানির রঙ পরিবর্তন হয়ে যাচ্ছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের প্রধান বিজ্ঞানী বিবি ক্যায়েলের নেতৃত্বে কয়েকজন গবেষক সমুদ্রের পানি নিয়ে গবেষণা করেন।
তাঁরা বলেন, ‘গত ২০ বছরে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের পানির ৫৬ শতাংশের রঙ বদলে গেছে। মার্কিন গবেষণা সংস্থা নাসার অ্যাকোয়া উপগ্রহের মুডিস যন্ত্র থেকে সমুদ্রের পানির রঙের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সমুদ্রের পানির রঙ সবুজ হয়ে উঠছে।’
নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রবন্ধে গবেষকেরা লিখেছেন, ‘মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে। রঙ বদলের এই অংশ আয়তনের দিক থেকে পৃথিবীর মোট স্থলভাগের থেকেও বেশি।’
রঙ পরিবর্তনের স্থানের আয়তন অনেক বড় হলেও মাত্রায় এটি এতই সুক্ষ্ম, যা মানুষের চোখে ধরা পড়ে না। কিন্তু বাস্তুসংস্থানে ঠিকই বড় প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন গবেষকেরা।