ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এরই মধ্যে পুড়ে গেছে ২০ লাখ একর এলাকা। এছাড়া এখন পর্যন্ত দাবানলে মারা গেছে ৭ জন।
সান ফ্রানসিসকো বে এলাকায় ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুটি দাবানল জ্বলছে। সোমবার দাবানলের ভয়াবহতায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আটটি জঙ্গল বন্ধ করে দিয়েছে দেশটির ফরেস্ট সার্ভিস।
এর মধ্যে সবচেয়ে বেশি পুড়েছে সান ফ্রানসিসকো অঞ্চলে। বিভিন্ন এলাকায় এসব দাবানল নেভাতে কাজ করছেন ১৪ হাজার ফায়ার সার্ভিস কর্মী। শুষ্ক বাতাসের কারণে সামনের দিনে দাবানল আরও ভয়াবহ হতে পারে।