কাশ্মীরে শুরু হয়েছে ‘চিল্লাই কালান’।এসময়ে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে থাকার কারনে পানি জমে বরফ হয়ে হয়ে।শুক্রবার কাশ্মীরের তাপমাত্রা ছিল মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে শ্রীনগরের ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
কাশ্মীরের আবহাওয়া সূত্র জানিয়েছে, এ সময়টা ‘চিল্লাই কালান’ হিসেবে পরিচিত।এ সময় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে অবস্থান করে। পরের সপ্তাহেও তাপমাত্রা এমনি থাকতে পারে বলে জানা যায়।