করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা বা রক্তরস সংগ্রহ শুরু হয়েছে গতকাল থেকে।
আর প্রথমেই প্লাজমা দিয়েছেন করোনাজয়ী দুই চিকিৎসক। সেই দুই চিকিৎসক হলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. দিলদার হোসেন বাদল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. রওনক জামিল পিয়াস।
তবে একই দিনে আরো একজনের রক্তরস দেওয়া কথা চিলো। কিন্তু তার প্লাজমা নেওয়া সম্ভব হয়নি।
প্লাজমা হচ্ছে রক্তের জলীয় অংশ। রক্তে থাকা ৩ প্রকারের কণিকা বাদ দিলে যে বাকি অংশটুকু থাকে সেটাই রক্তরস বা প্লাজমা। যে কোনো মেরুদণ্ডী প্রাণীর শরীরের রক্তের প্রায় ৫৫ শতাংশই হচ্ছে রক্তরস বা প্লাজমা।
সেরে ওঠা ব্যক্তির রক্তরস আক্রান্ত ব্যক্তির শরীরে দিয়ে চিকিৎসা দেয়ার এ প্রাচীন পদ্ধতি প্লাজমা থেরাপি নামে পরিচিত। করোনাভাইরাস চিকিৎসায়ও এই পদ্ধতি বিশ্বজুড়ে ভালো ফলাফল দিতে থাকায় বাংলাদেশেও তা যাত্রা শুরু করলো।